বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

ফিলিস্তিনীদের জন্য ওষুধ পাঠাচ্ছেন ফারাজ করিম চৌধুরী

শনিবার, মে ১৫, ২০২১
ফিলিস্তিনীদের জন্য ওষুধ পাঠাচ্ছেন ফারাজ করিম চৌধুরী

সময় জার্নাল প্রতিবেদক :

ইসরাইলী সেনাদের নৃশংস হামলায় আহত ফিলিস্তিনীদের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ সরবরাহ করতে চান ক্লিন ইমেজের  তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। তিনি চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান। আগ্রহীরাও ওষুধ দিতে পারবেন বলে জানিয়েছেন ফারাজ করিম চৌধুরী। এ বিষয়ে নিজ ভেরিফায়েড ফেসবুক টাইম লাইনে স্ট্যাটাস দিয়েছেন তিনি। নিচে সেটি হুবহু তুলে ধরা হল :

ঢাকায় অবস্থিত ফিলিস্তিনের দূতাবাসের সাথে আমি যোগাযোগ করেছি। তারা জানিয়েছেন তাদের নাগরিকদের জন্য জরুরী ভিত্তিতে কিছু ওষুধ প্রয়োজন। আমি আপনাদের সকলকে অনুরোধ জানাবো আপনাদের মধ্যে যারা এই ওষুধগুলো দিয়ে সাহায্য করতে চান তারা নিম্নলিখিত ঠিকানায় কুরিয়ার করবেন। 

ফারাজ করিম চৌধুরী

সুন্দরবন কুরিয়ার সার্ভিস 

জলিল নগর, রাউজান শাখা। 

এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিম্নে উল্লেখিত নম্বরে যোগাযোগ করুন। যদি ফোন রিসিভ না হয় তাহলে ম্যাসেজ দিয়ে রাখবেন।

01765727669

01859373148

01867885240

যে ওষুধগুলো সরবরাহ করা হবে সেগুলো হলো:

১। Enoxaparin Injection 40mg/ এনক্সাপেরিন ৪০ মি. গ্রা

২। Enoxaparin Injection 60mg/ এনক্সাপেরিন ৬০ মি. গ্রা

৩। Paracetamol 500mg/প্যারাসিটামল ৫০০ মি. গ্রা

৪। Vancomycin Injection 500mg/ভ্যানকোমাইসিন ৫০০মি.গ্রা

৫। Meropenam Injection 1gm/মেরোপেনাম ১ গ্রাম

৬। Amiodarone 100mg/এমিওডারন ১০০ মি. গ্রা

৭। Largactil/ লার্গাকটিল

৮। Phenergan 25mg/ফেনেরগান ২৫ মি.গ্রা

৯। Budesonide Nasal Spray/বুডিসোনাইড

নিশ্চয় মহান আল্লাহ তা'য়ালা নির্যাতিতদের সহায় হবেন।

প্রসঙ্গত : স্বপ্নবাজ তরুণ ২০১৩ সালে কিংস কলেজ লন্ডন থেকে আন্ডার গ্রাজুয়েট শেষ করে ২০১৫ সালে লন্ডনের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে উচ্চশিক্ষা (মাস্টার্স) অর্জন করে দেশে আসেন। তখন থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে বেশ পরিচিতি পান।



Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল