ফরিদপুর প্রতিনিধি :
বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নারী নেতৃত্বের বিকাশ ও বাংলাদেশের উন্নয়নের ধারাকে চলমান রাখতে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনার আহ্বান জানানো হয় এ সমাবেশ থেকে।
শনিবার বিকালে মধুখালী উপজেলার গাড়াখোলায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, মধুখালী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা বেগম কৃক বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সব সময় বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে এগিয়ে যেতে সহযোগিতা করতেন। তিনি বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা যোগাতেন।
তিনি বলেন, বাংলার মানুষের ভাগ্যের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই, তাই আগামীতে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
মধুখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহামুদা বেগম, মেগচামি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ সাব্বির সাব্বির উদ্দিন, বাগাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মতিউর রহমান, মধুখালী উপজেলার ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মীনা, জেলা পরিষদ সদস্য নাজনীন নাহার আলপনা ফরিদপুর জেলা শ্রমিক লীগ সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর চিনিকলের নির্বাচিত সাধারণ সম্পাদক, মির্জা আজহারুল ইসলাম মিলন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বের সরকারের সময়েই নারীদের অধিকার প্রতিষ্ঠা হয়েছে।
সময় জার্নাল/এলআর