নিজস্ব প্রতিনিধি:
কখনো মুষলধারে আবার কখনো ঝিরিঝিরি। রাত থেকে রাজধানীতে বৃষ্টি হচ্ছে। এতে রাজধানীর বিভিন্ন অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
রোববার (১৩ আগস্ট) সপ্তাহের প্রথম কর্মদিবসে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা ও স্কুলের শিক্ষার্থী, অভিভাবকরা। এছাড়া জলাবদ্ধতার কারণে সবচেয়ে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ।
সকালে সরেজমিনে দেখা যায়, রাত থেকে বৃষ্টির কারণে রাজধানীর খিলক্ষেত, শান্তিনগর, কাকরাইল, নয়াপল্টন, মগবাজার, মালিবাগ-মৌচাক, বাড্ডা, রাজারবাগ, শেওড়াপাড়া এবং মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
নগরীর ছোটখাটো রাস্তাগুলোর অবস্থা আরও খারাপ। পানি জমে ভাঙা রাস্তার গর্তে পড়ে প্রাইভেটকার থেকে শুরু করে সবধরনের হালকা যানগুলোকে ঝামেলায় পড়তে হচ্ছে।
এদিকে, দিনের শুরুতে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ গণপরিবহনের সংকট ও জল কাঁদার ভোগান্তি পোহায়।
বৃষ্টি বেড়ে যাওয়ায় দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
সময় জার্নাল/এলআর