হিলি প্রতিনিধি: দীর্ঘ ১৪ মাস বন্ধ থাকার পর আজ রোববার থেকে আবারও চালু হলো দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার। পররাষ্ট্র মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মোতাবেক এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।
দেশে করোনা সংক্রমণ সনাক্তের পর গত বছরের ২৩ মার্চ থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। এতে চিকিৎসাসহ বিভিন্ন জরুরী কাজে ভারত গমন ইচ্ছুক রোগী ও সাধারণ মানুষ বিপাকে পড়ে।
হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, ভারত থেকে যে সমস্ত পাসপোর্ট যাত্রী দেশে প্রবেশ করবে তাদেকে হিলিতে ১৪ দিনের কোয়ারিন্টেনে রাখা হবে। এজন্য স্থানীয় সিপি রোডে এম এম হোটেল বুকিং দেয়া হয়েছে। কোন অসুস্থ যাত্রী দেশে প্রবেশ করলে তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-আলম সিদ্দিকি। তিনি জানান, স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম সার্বক্ষনিক ইমিগ্রেশন চেকপোষ্টে যাত্রীদের স্বাস্থ্যের বিষয়টি দেখভাল করবে। ভারত থেকে আগত যাত্রীদের স্বাস্থ্যের যাবতীয় বিষয় তারা পর্যবেক্ষণ করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভারতে প্রায় এক হাজারের অধিক বাংলাদেশী দেশে ফেরার অপেক্ষায় আটকা পড়ে আছে। ভারতে আটকা পড়া এই এসব বাংলাদেশীদের হিলিসহ দেশের তিনটি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরে আনা হবে।
সময় জার্নাল/এমআই