অধ্যাপক পারভেজ:
"আসুন একটি সুষম সমাজ নির্মাণ করি " এখনই সময় কারণ পৃথিবী এক বিপদজনক সময় পার করছে।" অনেকদিন ধরে সুষম সমাজ নিয়ে লিখছি। যদিও জানি তেমন একটি সমাজের চাহিদা সৃষ্টি না হওয়া পর্যন্ত কিছইু হবেনা। বহুদা বিভক্ত সমাজে সামাজিক দ্বন্দ্ব দৃশ্যমান না হলে, সমাজের মানুষেরা হানাহানিতে জড়িয়ে না পড়া পর্যন্ত, বেশির ভাগ মানুষ দু:খ দুর্দশা, অভাবগ্রস্থ, ক্ষুধার্ত না হওয়া পর্যন্ত এবং ধনী দারিদ্রের ফারাক না হলেই তেমন সমাজ চাইবে না কেউ। সুষম সমাজের ফসল সাধারণ মানুষের গোলায় উঠে।
বন্ধুরা প্রশ্ন করতো কিভাবে সুষম সমাজ হবে? কে তৈরি করবে সে সমাজ? সুষম সমাজ বাস্তবায়ন করছিনা কেন?
একটি ডুবন্ত সমাজ থেকে মানুষ যখন উঠার চেষ্টা করে সে বিন্দুতে ই সুষম সমাজের জন্য যাত্রা শুরু হয়। কোমলমতিরা সে যাত্রা শুরু করেছিল। স্বার্থেন্বেষী শক্তিগুলি দ্বন্ধে যা কিছুটা স্থিমিত। এখন - এই সময় সুষম সমাজের ধারণা পরিষ্কার করার জন্য এই লেখা। সুষম সমাজে সমাজ মুখী উন্নয়ন হয়। কিছু মানুষের উন্নয়ন নয়। আসুন রাজনীতির কাছ থেকে সুষম সমাজ চাই।রাজনীতিকে বলি সুষম সমাজ দিন আমরা সমর্থন দিবো যদি-
১) ৪০ লক্ষ শিক্ষিত বেকারের জন্য কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উন্নয়ন করেন
২) বয়সের কারণে তরুন সমাজ যেন ভালো চাকুরী বঞ্চিত না হয় তার জন্য কমপক্ষে চাকরির বয়স ৩৫ এ উন্নীত করেন।
৩) প্রান্তিক মানুষগুলির মাথাপিছু ২৯৫০ ডলার তাদের কাছে পৌছানোর ব্যবস্থা করেন।
৪) গার্মেন্টস সহ প্রাতিষ্ঠানিক শ্রমিকদের নুন্যতম মজুরী ১৫০০০ টাকায় উন্নীত করেন।
৫) অনতিবিলম্বে দেশের প্রত্যেক পলিটেকনিক এ ড্রাইভিং ডিপার্টমেন্ট খোলেন ও প্রাইভেট ড্রাইভিং স্কুল পরিচালনা আয়কর মুক্ত করেন এবং ব্যাংক ঋন এর সুবিধা বৃদ্ধি করেন।
৬) প্রত্যেক মেডিকেল কলেজের জন্য যেমন হাসপাতাল প্রয়োজন তেমনি নার্সিং ডিপার্টমেন্টেও খুলতে অনুমোদন ও ব্যাংক ঋণ দেন যাতে পর্যাপ্ত প্রশিক্ষিত নার্সের সেবা চিকিৎসা খাতের মান উন্নয়নে সহায়ক হয় এবং তারা বিদেশে চাকরি করে বৈদেশিক মুদ্রা আনতে পারেন।
৭) চিকিৎসা ও ডায়াগনস্টিক ল্যাব প্রতিষ্ঠানগুলোর মান নিয়ন্ত্রণের জন আলাদা মান নিয়ন্ত্রণ সংস্থা প্রতিষ্ঠা করেন।
৮) খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণের জন্য সিটি করপোরেশন ও মোবাইল কোর্ট সমুহ এর পাশাপাশি আলাদা ভেজাল নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠা করেন।
৯) বিসিএস সহ সমস্ত নিয়োগ পরীক্ষায় Dope Test চালু করেন।
১০) মাদকবিরোধী টেকসই অভিযান কৌশল পত্র প্রনয়ণ ও বাস্তবায়ন করেন।
১১) প্রত্যেকটি স্তরে আদালতের সংখা বৃদ্ধি করে বিচারকার্য তরান্বিত করেন।
১২) প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুনগত মান নিয়ন্ত্রণের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর শিক্ষার কতমান নিয়ন্ত্রণ এর সক্ষমতা ও শিক্ষার মান অনুযায়ী টিউশন ফির Range নির্ধারন করে দেন।
১৩) বিশ্ব বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ব্যক্তিগত গ্যারান্টি এর ভিত্তিতে শিক্ষা ঋন চালু করেন।
১৪) ব্যাংক সমুহের আমানতের ৪০ % বৃহত ঋণ ৩০ % SME ঋণ এবং ৩০ % নারী, নতুন উদ্যোক্তা ও প্রতিবন্ধীদের জন্য বেঁধে দেন।।
১৫) খুন, ধর্ষণ মামলায় অভিযুক্ত ও ঋনখেলাপীদের জন্য প্রতিনিধি বানিয়ে না দেন।
ফেসবুকে,মোটিভেশনাল স্পিকারদের মুখে,রাজনীতিবিদদে মুখে মার্টিন লুথার কিং এর " I have a Dream " উক্তিটি প্রায় শুনি।
আমি প্রান্তিক মানুষ গুলোর জন্য একটি সুষম সমাজ চাই। তাই I have a dream না বলে, আমার একটি বাস্তবায়নের আদর্শ আছে ,আমাদের সুসমাজ প্রতিষ্ঠার আদর্শ আছে বলুন। সুষম সমাজ নির্মাণের কাজ শুরু করার আহবান জানিয়ে শেষ করলাম।
লেখক: অধ্যাপক পারভেজ,
অর্থনীতিবিদ ও চেয়ারম্যান, এনবিইআর।