মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

ফরিদপুরে সাপের কামড়ে তিন জনের মৃত্যু

শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩
ফরিদপুরে সাপের কামড়ে তিন জনের মৃত্যু

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: 

ফরিদপুরের আলফাডাঙ্গায় পাট কাটতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে মো. ওয়াজ কুরুনী (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। অপরদিকে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ভাবখন্ড গ্রামে বিষধর সাপের কামড়ে বর্ষন মহন্ত (১১) নামের এক কিশোর মারা গেছে। এছাড়াও বুধবার রাতে জেলার সদর উপজেলার হাড়ুকান্দি গ্রামে সাপের কামড়ে রাহেলা বেগম (৫৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় সাপের কামড়ে এই তিনজনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওয়াজ কুরুনী উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামের নেপুর মোল্যার ছেলে। সে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামের নেপুর মোল্যার ছেলে ওয়াজ কুরুনী বুধবার (১৬ আগস্ট) দুপুরে বাড়ির পাশের বিলে পাট কাটছিলেন। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে বৃহস্পতিবার ভোর রাতে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সংশিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবর আলী জানান, ওয়েজ কুরুনীকে সাপে কাটলে আলফাডাঙ্গা হাসপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ভাবখন্ড গ্রামে বিষধর সাপের কামড়ে বর্ষন মহন্ত (১১) নামের এক কিশোর মারা গেছে। ওই কিশোর ভাবখন্ড গ্রামের দেবাশীষ মহন্তের ছেলে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, বুধবার (১৬ আগস্ট) দুপুরে ওই কিশোরের বসত ঘরের ভিতর মাটির গর্তের ভিতরে পা গেলে বিষধর সাপে কামড় দেয়। পরে তাকে পাশের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে সাপের বিষের ওষুধ না থাকায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।

এদিকে জেলার সদর উপজেলার হাড়ুকান্দি গ্রামে সাপের কামড়ে রাহেলা বেগম ওরফে নুরজাহান (৬২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। 
নিহত রাহেলা জেলার কৃষ্ণনগর ইউনিয়নের মৃত লুৎফর রহমানের মেয়ে ও হাড়ুকান্দি গ্রামের মৃত শামচু শিকদারের স্ত্রী।

বুধবার (১৬ আগস্ট) বিকালে বাড়ির পাশে গরুর খর আনতে গেলে সাপে কামড় দেয় তাকে।

তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।

নিহতের ভাই মো: চুন্নু মোল্যা জানান, বাড়ির পাশে গরুর খড় আনতে গেলে ডান পায়ের গুড়ালীতে সাপে কামড় দেয় তাকে। তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আজ বৃহস্পতিবার বিকেলে খড়ের পালার কাছ থেকে সেই সাপটি মারে পরিবারের লোকজন।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল