জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গবেষণাগার ভিত্তিক ডেঙ্গু পরীক্ষা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই কর্মশালা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হয়।
প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মো. লুৎফুল কবীর এর সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান উল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মো. সাহেদ জামান, রুবার সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ। এছাড়াও প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. তানজিমা ইয়াসমিন প্রমুখ।
দুইটি সেশনের এই কর্মশালার প্রথম সেশনে ডেঙ্গু রোগ নির্ণয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা উপস্থাপন করেন বক্তারা। এই সেশনে ডেঙ্গু পরীক্ষা নিয়ে মৌলিক তথ্য উপস্থাপন করেন প্রভা হেলথ বিডি লিমিটেডের গবেষণাগার পরিচালক মো. মাহবুবুর রহমান, ডেঙ্গু পরীক্ষার পদ্ধতি নিয়ে আলোচনা করেন ইউনাইটেড হাসপাতালের প্যাথলজি ল্যাবের সিনিয়র কিউসি ম্যানেজার মো. আকসাদ আলী। এছাড়া ডেঙ্গুর জ্বর নিয়ে সবিস্তার ধারণা দেন আইসিডিডিআরবির গবেষণা কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।
দ্বিতীয় সেশনে তারিকুল ইসলাম সহ বাংলাদেশ শিশু হাসপাতালের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাসুদ রানা অংশগ্রহনকারীদের হাতেকলমে ডেঙ্গু পরীক্ষা বিষয়ে ট্রেনিং দেন।
এমআই