শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় রাশেদুল ইসলাম নামে এক যুবককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার।
আজ রোববার (২০ আগষ্ট) দুপুরে ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়ািপাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন রাশেদুলের মা আয়েশা বেগম। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন আয়েশা বেগমের ভাই আনোয়ারুল ইসলাম বোনাস।
লিখিত বক্তব্য থেকে জানা যায়, প্রায় এক বছর আগে বড়াইপাড়া গ্রামের রাশেদুলের সঙ্গে বিয়ে হয় একই উপজেলার দক্ষিণ পারুলীয়া গ্রামের আব্দুল ওহাব মিয়ার মেয়ে স্বর্না খাতুনের। বিয়ের কিছুদিন পর মেয়টির অস্বাভাবিক আচরণের দেখে রাশেদুলর পরিবার বুঝতে পারে সে মানসিক ভারসাম্যহীন রোগী। বিষয়টি মেয়ের পরিবারকে জানালে তারা চিকিৎসার কথা বলে কৌশলে মেয়েটিকে লালমনিরহাট আদালতে নিয়ে গিয়ে ছেলে, ছেলের মাসহ ৪ জনের নামে যৌথুক ও নির্যাতনের মামলা করে। সেই মামলা প্রত্যাহার ও হয়রানি থেকে বাঁচতে রাশেদুলের মা তার বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন।
এমআই