এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সোমবার (২১ আগস্ট) দুপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের রাসেল স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল ব্যানার্জী, আব্দুর রাজ্জাক মোল্লা, মহিলা আ:লীগের সভাপতি মাহমুদা বেগমপ্রমূখ।
এছাড়া স্বেছাসেবক লীগের সভাপতি জহিরুল জনি, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, সাবেক সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাইন, ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ রিয়ান সহ আ:লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে রাসেল স্কয়ারে জড়ো হন নেতাকর্মীরা।
এমআই