মুরাদ ইমাম কবির, হিলি রিপোর্টার:
আমদানি নির্ভরতা কমিয়ে মাশকলই ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে দিনাজপুরের হিলিতে প্রান্তিক পর্যায়ের কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে মাশকলই বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় আজ দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষাক-কৃষাণীদের হাতে এসব বীজ ও রাসায়নিক সার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
উপজেলার ৩০জন কৃষক-কৃষাণীকে ৫ কেজি করে মাশকলই বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরন করা হয়। সেই সাথে কিভাবে মাশকলই আবাদ ও রক্ষনাবেক্ষন করতে সে সম্পর্কে কৃষক কৃষাণীদের অবগত করেন কৃষি কর্মকর্তা। উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমানসহ অনেকে।
এমআই