এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে চার দফা দাবীতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন, ধর্মঘট ও বিক্ষোভ করেছে ম্যাটস শিক্ষার্থীরা। সোমবার (২১ আগস্ট) দুপুরে শহরের মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) সামনে কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।
চার দফা দাবী হলো, ইন্টার্নশীপ বহাল সহ অসংগতিপূর্ন কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ এবং বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদানের ব্যবস্থা।
কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন ম্যাটস শিক্ষার্থী একরামুল হক ছিদ্দীকি, হাসনাত জ্যামি, আবু সুফিয়ান খান, তানজিলা জাহান, রবিউল ইসলাম প্রমূখ।
কর্মসূচী চলাকালে বক্তারা জানান, দাবী মানা না হলে আরো কঠোর আন্দোলনে নামবে শিক্ষার্থীরা। অনতিবিলম্বে তাদের দাবি মেনে নেবার অনুরোধ করছি।
এমআই