নিজস্ব প্রতিবেদক:
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এবার দলের পক্ষ থেকে দুই দিন কালো পতাকা মিছিল করা হবে।
মঙ্গলবার (২২ আগস্ট) রাতে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৫ আগস্ট (শুক্রবার) ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি কালো পতাকা গণমিছিল করবে। আর ২৬ আগস্ট (শনিবার) দেশের সব মহানগরে একই কর্মসূচি পালিত হবে।
গত জুলাইয়ের শেষ দিকে ঢাকায় মহাসমাবেশ থেকে সরকারের পদত্যাগের দাবিতে নানা ধরনের কর্মসূচি পালন করে আসছে বিএনপি।
বিএনপির পাশাপাশি সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দলগুলোও অভিন্ন কর্মসূচি পালন করছে।
এমআই