সর্বশেষ সংবাদ
ডা. সাঈদ সুজন :
সাইলেন্ট কিলার ডিজেজের লিস্টে এক নাম্বারে হাইপারটেনশন। তারপরে আছে ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজেজ, অকাল্ট ক্যান্সার। আজ ১৭ মে, বিশ্ব উচ্চ রক্ত চাপ দিবস। এবারের প্রতিপাদ্য- Measure Your Blood Pressure Accurately, Control It, Live Longer,
আসুন এবার জেনে নেই এই রোগ সম্পর্কে কিছু মজার কথা।
👉১। এই রোগের সম্পর্কে এতো বেশি রিসার্চ হয়েছে, তবুও ৯০% কারন অজানা এই রোগের কারনের। যাকে প্রাইমারী হাইপারটেনশন বলে। বাংলাদেশে প্রাপ্ত বয়স্ক প্রতি ৪ জনের মধ্যে ১ জনের হাইপারটেনশন আছে। Ice Berg এর মত, বেশির রোগী জানেন না, এটা তিনি বহন করছেন।
👉২। আমেরিকার প্রায় সাড়ে সাত কোটি মানুষের ; যা জনসংখ্যার ৩৩% মানুষের উচ্চ রক্তচাপ আছে। আসল কথা হলো- তার ৫৩% রোগীর আনকন্ট্রোলড হাইপারটেনশন।
👉৩। ব্লাড প্রেশারের সাথে ডায়েবেটিস এর একটা মিল হলো- দুজনেরই ৩টা অরগান ড্যামেজ করার টেন্ডেন্সি খুব বেশি। তা হলো- রেটিনা, কিডনি আর নার্ভাস সিস্টেম।
👉৪। হাইপারটেনশনের চিকিৎসা ফরমুলা- ABCD ( বয়স 50এর কম হইলে – AB, বয়স বেশি হইলে –CD ) , এখানে এবি মানে- এঞ্জিওটেন্সিনরিসিপ্টর ব্লকার, বিটা ব্লকার ; সিডি মানে- ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডাইউরেটিক্স। তবে ডেভিডসন আংকেল এর নতুন এডিশনে বিটা ব্লকারকে বাদ দিয়েছে।।
👉৫। মানসিক চাপে প্রেশার বাড়ে, কিন্তু উচ্চ রক্ত চাপে আরো বেশি মানসিক চাপ বাড়ে। 😛 কমার উপায় নাই।।
👉৬। কিডনি রোগে কিছু না থাকলেও উচ্চ রক্ত চাপ হবেই। আবার উচ্চ রক্তচাপে কিডনি রোগ হয় অনায়াশে। তাই প্রেশার নিয়ন্ত্রনের বিকল্প নাই।
👉৭। পৃথিবীতে Non communicable disease এ মানুষ মরার ১ নম্বর কারন হলো এই উচ্চ রক্তচাপ অথবা তার কপ্লিকেশন । 💫
👉৮। মজার কথা হলো- এই রোগ ধরা পড়ার জন্য রোগী কখনো ডাক্তারের কাছে যায় না। অন্য রোগের জন্য যায়। কিন্তু ধরা পড়ার পর সাড়া বছর এইটার জন্যই দৌড়ানো লাগে। 🥴🥴
👉৯। সবার জানা দরকার- প্রেশার কম থাকা কোনো রোগ নয়, যদি তা সব সময়ই কম থাকে। যদি কোনো হরমোনাল বা সিস্টেমিক ডিজেজ না থাকে।
👉১০। ঘাড়ে ব্যাথা করা মানেই প্রেশারের সমস্যা , এটা একটা গুরুত্বপূর্ণ ভুল ধারনা। বরং মাথা ব্যাথা,মাথা ঝিন ঝিন করা হাইপারটেনশনের প্রধান কমপ্লেইন। আর কমপ্লিকেশনের জন্য তো স্পেসিফিক সমস্যা আছেই।
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল