নিজস্ব প্রতিবেদক:
রিমার্ক এইচবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়ার পিতা ওয়াদুদুল আম্বিয়া ২২ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত ১০.৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি ২ ছেলে ও ২ কন্যাসহ স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। আশরাফুল আম্বিয়া তাঁর ছোট সন্তান।
২৩ আগস্ট বুধবার বাদ জোহর টাঙ্গাইলের গোসাইর জোয়ার সরকার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রিমার্ক এইচবি লিমিটেডের চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ডেপুটি চেয়ারম্যান শাহরিয়ার আলম শুভসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে রিমার্ক পরিবার গভীরভাবে শোকাহত।
এমআই