মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগকে নিজের দল দাবি করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাইলেন জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর। দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ওসি শ্যামল চন্দ্র ধর বক্তব্যে একথা বলেছেন। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এমন তথ্য জানা যায়।
জানা যায়, গত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত দোয়া মাফফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি হয় দেওয়ানগঞ্জ পৌরসভা মাঠে। দেওয়ানগঞ্জ পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। সে অনুষ্ঠানে ওসি শ্যামল চন্দ্র ধর তার বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম আজাদকে দেওয়ানগঞ্জ –বকশিঞ্জ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য, মাটি মানুষের নেতা ও নয়নের মনি বলে উল্লেখ করেন। আগামী নির্বাচনে যাতে আমরা পুরনায় আওয়ামী লীগকে বিপুল ভোটে জয় করতে পারি, ওসি তার বক্তব্যে এমন কথাও বলেছেন।
ওই অনুষ্ঠানে ওসি শ্যামল চন্দ্র ধরের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমি ছাত্রলীগের রাজনীতি করেছি। একসময়ে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মিও ছিলাম। সেই সুবাদে আওয়ামী লীগকে বিজয়ী করতে ভোট চেয়েছি। তাতে অসুবিধা নেই।
পুলিশ বাহিনীতে চাকরিরত থাকা অবস্থায় বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগকে ক্ষমতা দেখতে চাওয়ায় তার দায়িত্ব, কর্তব্য প্রকৃত দেশাত্ববোধ নিয়ে প্রশ্ন ওঠেছে সুধি মহলে। উপজেলা পর্যায়ের এমন একটি গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি সরকারের হয়ে এমন মন্তব্য করতে পারেন না বলে দাবি সুধি জনের।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী জানান, ওসি তার বক্তব্যে এমন কথা বলেছেন। এই বিষয়ে আমি আবগত নই।
উল্লেখ্য যে, ওসি শ্যামল চন্দ্র ধর নেত্রকোণার কেন্দুয়া থানার সেহাগপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০০১ সালে পুলিশ বাহিনীতে এস আই পদে যোগদান করেন। ২০২২ সালের ২৮ জুলাই তিনি দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ পরিদর্শকের দায়িত্বে ছিলেন।
এমআই