স্পোর্টস ডেস্ক:
সৌদি লিগে কেবল পেট্রো ডলারই উড়ছে না, দ্বন্দ্ব-ঝামেলাও দেখা দিতে শুরু করেছে। লিগের অন্যতম বড় নাম করিম বেনজেমার সঙ্গে কোচের ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এই দ্বন্দ্বের কারণেই নাকি পর্তুগিজ উইঙ্গার জোতা চুক্তি স্বাক্ষরের মাত্র এক মাসের মাথায় সৌদি আরব থেকে চলে গেছেন।
দলের ব্যবস্থাপনা, রেফারিংসহ বেশ কিছু বিষয় নিয়ে অসন্তুষ্ট সৌদি লিগের সবচেয়ে বড় নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াদ মাহারেজ, রবার্তো ফিরমিনোও ভালো নেই সেখানে।
আল ইত্তিহাদের ড্রেসিংরুমের পরিবেশ ক্রমেই খারাপ হচ্ছে। দলটির কোচ নুনু এসপিরিতো সান্তোর সঙ্গে সমস্যার জেরে ক্লাব ছেড়েছেন জোতা। দেশটির সংবাদ মাধ্যম ‘আল-শারক আল-আওসাত’ দিয়েছে বেনজেমা-নুনো দ্বন্দ্বের খবর। যে কারণে সৌদি ক্লাবে ভালো নেই ফরাসি তারকা।
রোনালদোও নাকি সুখে নেই সৌদি আরবে। আল হিলালের বিপক্ষে আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ কাপের ফাইনালে জোড়া গোল করার পরও সেরা খেলোয়াড় পুরস্কার না পাওয়ায় মাঠেই আয়োজকদের সঙ্গে তর্কে জড়িয়ে ছিলেন রোনালদো। ওই ফাইনালে তিনি প্রতিপক্ষের ফাউলের শিকার হয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পর রেফারিং নিয়েও প্রশ্ন তুলেছিলেন।
চোটের কারণে তিনি না থাকায় লিগের প্রথম দুই ম্যাচে হেরে বসেছে রোনালদোর ক্লাব আল নাসর। এর পর দলের খেলোয়াড়দের মান নিয়ে প্রশ্ন তুলেছেন পর্তুগিজ তারকা। চোট থেকে ফিরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও খুশি হতে পারছেন না রোনালদো।
আল আহলির বিপক্ষে ওই ম্যাচের রেফারিং নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সূচি নিয়েও অসন্তোষ জানিয়েছেন তিনি। অতিরিক্ত সময়ে গড়ানো তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ফাইনাল খেলার ৪৮ ঘণ্টার মধ্যে কীভাবে আরেকটি খেলার সূচি দেওয়া হয়, তা নিয়ে প্রশ্ন সিআরসেভেনের। এভাবে ঠাসাঠাসি সূচিতে খেললে স্বাভাবিক খেলা তো দূরের বিষয়, খেলোয়াড়রা চোটাক্রান্ত হবে বলে সতর্ক করেছেন রোনালদো।
এমআই