সরল পথের সন্ধানে
- রফিক উল আলম
ইসরাঈল জাতি ! সবকিছু ভুলে হয়ে গেলে কেন বন্য ?
হাজার নেয়ামত দিয়ে তোমাদের, করেছেন প্রভু ধন্য ,
প্রভুর সাথে করা সকল ওয়াদা, করো তবে এখন পূর্ণ !
তাহলে প্রভু দেদার দেবেন, দুনিয়া আখেরে পুরস্কার ,
নাই তোমাদের প্রভু ছাড়া,ভয় করার কাউরে অধিকার !
ঈমান এনে তোমরা সকলে ,নাও রে নবীজির প্রত্যয়ন ,
তোমাদের তো সবকিছুই ,করেছে এই কিতাব সত্যয়ন !
আল্লাহর আয়াত অমান্যকারী , তোমরা প্রথম হইও না ,
সামান্য মূল্যে আয়াত প্রভুর , বিকিকিনি হতে দিও না !
জেনেশুনে সত্যকে তোমরা কভু ,মিথ্যা দিয়ে ঢেকো না ,
যাকাত আদায় করো সবাই , সালাত ত্যাগীও হইও না !
রুকু করো প্রভুর জন্যে , অনুগত সকল বান্দার সনে ,
নিজে সৎকাজ করেই তবে ,উপদেশ দাও অন্য জনে !
অহির কিতাব পড়ে কি তোমরা ,সত্য মিথ্যা বুঝো না ?
সালাত ধৈর্য্যের মাধ্যমে কেনহে , প্রভুর কৃপা খুঁজো না ?
সঠিকভাবে সালাত কায়েম ,হয়তো একটু কঠিন বটেই ,
হৃদয়ে যাদের আল্লাহর ভয় ,কঠিন নয় তাদের মোটেই !
দৃঢ়ঈমান আছে যাদের ,যেতে হবে একদা প্রভুর কাছে ,
তাদের জন্যে খুবই সহজ ,খুশীতে তাদের প্রাণটা নাচে !
রফিক উল আলম
বসুন্ধরা , ঢাকা , ১৭/০৫/২০২১