শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

রফিক উল আলম এর কবিতা ‘সরল পথের সন্ধানে’

রোববার, মে ১৬, ২০২১
রফিক উল আলম এর কবিতা ‘সরল পথের সন্ধানে’

সরল পথের সন্ধানে  
                            - রফিক উল আলম

ইসরাঈল জাতি ! সবকিছু ভুলে  হয়ে গেলে কেন বন্য ?
হাজার নেয়ামত দিয়ে তোমাদের, করেছেন প্রভু ধন্য ,
প্রভুর সাথে করা সকল ওয়াদা, করো তবে এখন পূর্ণ ! 

তাহলে প্রভু দেদার দেবেন, দুনিয়া আখেরে পুরস্কার ,
নাই তোমাদের প্রভু ছাড়া,ভয় করার কাউরে অধিকার !

ঈমান এনে তোমরা সকলে ,নাও রে নবীজির প্রত্যয়ন ,
তোমাদের তো সবকিছুই ,করেছে এই কিতাব সত্যয়ন ! 

আল্লাহর আয়াত অমান্যকারী , তোমরা প্রথম হইও না ,
সামান্য মূল্যে আয়াত প্রভুর , বিকিকিনি হতে দিও না !

জেনেশুনে সত্যকে তোমরা কভু ,মিথ্যা দিয়ে ঢেকো না ,
যাকাত আদায় করো সবাই , সালাত ত্যাগীও হইও না ! 

রুকু করো প্রভুর জন্যে , অনুগত সকল বান্দার সনে ,
নিজে সৎকাজ করেই তবে ,উপদেশ দাও অন্য জনে !

অহির কিতাব পড়ে কি তোমরা ,সত্য মিথ্যা বুঝো না ?
সালাত ধৈর্য্যের মাধ্যমে কেনহে , প্রভুর কৃপা খুঁজো না ? 

সঠিকভাবে সালাত কায়েম ,হয়তো একটু কঠিন বটেই ,
হৃদয়ে যাদের আল্লাহর ভয় ,কঠিন নয় তাদের মোটেই !

দৃঢ়ঈমান আছে যাদের ,যেতে হবে একদা প্রভুর কাছে ,
তাদের জন্যে খুবই সহজ ,খুশীতে তাদের প্রাণটা নাচে ! 

রফিক উল আলম 
বসুন্ধরা , ঢাকা , ১৭/০৫/২০২১


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল