সৌরভ শুভ, জাবি প্রতিনিধি:
ছাত্রলীগের স্বরণকালের সর্ববৃহৎ সমাবেশ সফল করার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের মীর মশাররফ হল ইউনিটের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৯ টায় মীর মশাররফ হোসেন হলের কমনরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের সভাপতি প্রার্থী এ.এস.এম. মোস্তফা মনোয়ার সিদ্দিকী সাগর বলেন, পহেলা সেপ্টেম্বরের ছাত্রসমাবেশের মাধ্যমে ছাত্ররাজনীতির নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে। সেই ইতিহাসের সাক্ষী হতে মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দিকনির্দেশনার অপেক্ষায় পুরো ছাত্রসমাজ।
জাবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিপ্লব হোসাইন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ১লা সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত "স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ" সফল করার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্যতম শক্তিশালী হল ইউনিট মীর মশাররফ হোসেন হল আজকে বর্ধিত সভার আয়োজন করে। আমরা ১ তারিখের ছাত্রসমাবেশ সফল করবার জন্য সর্বোচ্চ সংখ্যক কর্মী নিয়ে উপস্থিত থাকবো ইনশাল্লাহ।
আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে তিনি আরো বলেন, দেশরত্ন শেখ হাসিনা আমাদের যে দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনা মোতাবেক আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করবার জন্য কাজ করবো।
সভায় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি প্রীতম আরিফ, আজিমুশান নওরোজ প্রণয়, আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ ফারুক ইমরান, হাসান মাহমুদ ফরিদ, শাহ্ পরান, যুগ্ম সাধারণ সম্পাদক দিলুয়ার হোসাইন, মওদুদ মিরাজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান খান, উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক আলরাজী সরকার, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক গোলাম রাব্বি সহ হল ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শনিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ১ সেপ্টেম্বর ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ’ আয়োজনের ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
সময় জার্নাল/এলআর