নিজস্ব প্রতিবদেক:
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসেনি। এবার এ দাবির যৌক্তিকতা তুলে ধরেছেন অর্থনীতিবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ লিখেছেন, ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা রাজনৈতিক নয়, অর্থনৈতিক ব্যবস্থাপনার বিষয়। সবার সমর্থন পেলে আমি বাস্তবায়নের দায়িত্ব নেব।’
অধ্যাপক পারভেজ বলেন, বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থায়, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষিত বেকারদের সরকারি চাকরিতে যোগদানের সময়সীমা বৃদ্ধি দেশীয় অর্থনীতিকে বেগবান করবে। সরকারি চাকুরিতে যোগদানের বয়সসীমা ৩৫ বছর হওয়া উচিত বলে মনে করছি। এবং কর্মসংস্থান সৃষ্টির কোন বিকল্প নেই অর্থনীতি বাঁচাতে।
শনিবার রাতে অধ্যাপক অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজের স্ট্যাটাসটি দেওয়ার পর প্রায় সাড়ে তিন হাজার প্রতিক্রিয়া পড়েছে। এতে ৭৪২ কমেন্টের পাশাপাশি ৪৯১টি শেয়ার হয়েছে। অধিকাংশ কমেন্টে এমন অবস্থানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা।
এমআই