ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশ দলের মতো ইনজুরি জর্জরিত শ্রীলঙ্কা ক্রিকেট দলও। দলটির বোলিং আক্রমণ ভোঁতা হয়ে গেছে। তিন পেসার দুশমন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা ও লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ইনজুরিতে আছেন। বাংলাদেশের তামিম-এবাদত আগেই ইনজুরিতে দলের বাইরে চলে গেছেন। লিটনও ছিটকে গেলেন।
ইনজুরি ধাক্কা ও শক্তি-দুর্বলতা মিলিয়ে দুই দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরুর সমান সুযোগ দেখছেন সাকিব, ‘আমার মনে হয় দুই দলই একই অবস্থায় আছে। যারা মাঠে ভালো করবে তারাই জিতেবে। দুই দলের শক্তি-দুর্বলতা একই রকম। দুই দলের জন্যই সমান সুযোগ।’
সাকিব মনে করেন, অভিজ্ঞতা বিচারে বাংলাদেশ দলের পেসারদের ভালো করার সুযোগ আছে। তবে শ্রীলঙ্কা ঘরের মাঠে খেলছে। সম্প্রতি তারা লঙ্কান প্রিমিয়ার লিগ খেলেছে, সেখানে ভালো খেলা ক্রিকেটাররা শ্রীলঙ্কার জাতীয় দলে সুযোগ পেয়েছে। সুতরাং খুব বেশি সুবিধা পাবেন এমনটা মনে করেন না সাকিব।
শুধু পেস বোলারদের ওপর নির্ভর করে জিততে চান না বলেও মন্তব্য করেছেন দেশসেরা ক্রিকেটার সাকিব, ‘আমরা একটা ডিপার্টমেন্টের ওপর নির্ভর করে জিততে চাই না। সব ডিপার্টমেন্টে ভালো খেলতে চাই। আমরা প্রতিটি ডিপার্টমেন্টে ভালো করতে চাই; সেটা পেস বোলিং, স্পিন বোলিং, ব্যাটিং-ফিল্ডিং হতে পারে; এই চার বিভাগে ভালো খেললে জয়ের সম্ভাবনা ভালো থাকবে। আমরা অলরাউন্ড ক্রিকেট খেলতে চাই।’
এমআই