আন্তর্জাতিক ডেস্ক:
সাউথ আফ্রিকার সবচেয়ে বড় শহর জোহানেসবার্গের একটি বহুতল ভবনে আগুন লেগেছে। এতে কমপক্ষে ৬৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে জানা গেছে।
বুধবার রাতে আগুন লাগে জোহানেসবার্গের ওই বহুতল ভবনে। এ অগ্নিকাণ্ডে আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। ঘটনাস্থলে পৌঁছেছে দেশটির দমকল এবং বিপর্যয় মোকাবেলা দল।
জোহানেসবার্গের ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মুখপাত্র রবার্ট মালাউদজি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'এখনো পর্যন্ত ৬৩ জন মারা গেছেন। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।'
প্রাথমিকভাবে প্রশাসনের তরফে টুইট করে বলা হয়েছিল, ১০ জনের মৃত্যু হয়েছে। পরে প্রশাসন মৃতের সংখ্যা এক লাফে ২০ বলে ঘোষণা করে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৩।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ভেতর অনেকের চিকিৎসা করা হয়েছে। বহু মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বেসরকারি সূত্র জানাচ্ছে, এখনো বহু মানুষ ওই ভবনে আটকে আছেন বলে মনে করা হচ্ছে। কিভাবে আগুন লেগেছে, তা এখনো স্পষ্ট নয়।
সময় জার্নাল/এলআর