সময় জার্নাল ডেস্ক:
ভারতের কলকাতার সিন্ধুরা একাডেমী অব কালচারের শিল্পীরা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় স্বপ্ন মা সংসদের স্বপ্ন মা বাড়ি পরিদর্শন করেছেন।
বেসরকারী উন্নয়ন সংস্থা ডরপ পরিচালিত স্বপ্ন মা প্রকল্পে একজন দরিদ্র মাকে মাতৃত্বকালীন ভাতা, একটি টিনের ঘর, একটি স্বাস্থ্যসম্মত পায়খানা ও একটি গাভিসহ আর্থিক সহায়তা দেয়া হয়। ওই সহায়তা ও ডরপ-এর দিক নির্দেশনায় এই মায়েরা সাবলম্বী হয়ে ওঠেন।
অনুষ্ঠানে টুঙ্গীপাড়ার স্বপ্ন মা নন্দিতা মন্ডল, ঝর্ণা বিশ্বাস, অমিতা সেন ও কনিকা মন্ডল তাদের আভিজ্ঞতার বিবরণ দেন। তারা এখন মাছ ও সব্জী চাষ করে সাবলম্বী হয়েছেন।
সিন্ধুরা একাডেমীর প্রতিষ্ঠাতা ও সম্পাদিকা সোনালী গাঙ্গুলী এই প্রকল্পকে দারিদ্র মোচনে শিক্ষণীয় উল্লেখ করে এর প্রশংসা করেন। সিন্ধুরার পূবালী ঘোষ, সুমিতা সাহা, মনিদীতা গাঙ্গুলী, দেবনিষ্ঠা জানা এবং কিউরিয়াস টিভির প্রধান সম্পাদক ও ঢাকা প্রেসের সম্পাদক খান মোহাম্মদ সালেক এ সময় উপস্থিত ছিলেন।
ডরপ-এর প্রতিষ্ঠাতা ও সিইও এএইচএম নোমান ভিডিও কলে যুক্ত হয়ে সিন্ধুরার প্রতিনিধিদের শুভেচ্ছা জানান।
পরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি পরিদর্শন করে শ্রদ্ধা নিবেদন করেন।
সময় জার্নাল/এলআর