মো: জাহিদুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বিশ্ব সংস্কৃত ভাষা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে সংস্কৃত বিভাগের উদ্যোগে আয়োজিত হয় বিশ্ব সংস্কৃত দিবস উপলক্ষে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি সংস্কৃত বিভাগের সভাপতি রাজপতি দাশ।
তিনি বলেন, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও রাজনীতির সঙ্গে সংস্কৃত অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ভাষার অধ্যয়ন ও গবেষণা চলছে। নিকট ভবিষ্যতে এ ভাষা বিশ্বব্যাপী প্রচলিত ও সমাদৃত হবে বলে আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কৃত বিভাগ চালু করার আকুল আবেদন জানাচ্ছি।
আলোচনা শেষে কলা ও মানববিদ্যা অনুষদের সামন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের শহীদমিনার প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরের সামনে এসে সমাপ্ত হয়।
সংস্কৃত বিভাগের সভাপতি রাজপতি দাশ আরও বলেন, সংস্কৃত ভাষা ভীষণভাবে বৈজ্ঞানিক। ৬ষ্ঠ এবং ৭ম জেনারেশনের কম্পিউটার তৈরিতে আমেরিকা সংস্কৃতকে নানাভাবে ব্যবহার করছে। জার্মানির প্রায় ১৪টি বিশ্ববিদ্যালয় ও ১৪০০টি স্কুলে সংস্কৃত পড়ানো হয়। তাছাড়া, বর্তমানে দেশের ৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রায় ৭০টি সরকারি বেসরকারি কলেজে সংস্কৃত ভাষার পাঠদান দেয়া হয়।
উল্লেখ্য,সংস্কৃত ভাষাকে পুনরুজ্জীবিত ও রক্ষণাবেক্ষণে উৎসাহিত করার লক্ষ্যে ১৯৬৯ সালে শ্রাবণ মাসের পূর্ণিমা তথা রক্ষা বন্ধন তিথিতে বিশ্ব সংস্কৃত দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
আলোচনা সভা ও শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. সুপ্তিকণা মজুমদার, সহযোগী অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেব নাথ, সহকারী অধ্যাপক ড. লিটন মিত্র, রীতা রানী ধর, প্রভাষক পবিত্র কুমার হীরা, নীলকান্ত বিশ্বাস ও হিমেল কর্মকারসহ বিভাগের শিক্ষার্থীরা।
এমআই