নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র সমাবেশকে কেন্দ্র করে সারাদেশ থেকে নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এলাকায়। দুপুরের আগেই নেতাকর্মীরা পদচারণায় মুখোমুখি হয়ে উঠেছে পুরো এলাকা।
শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকাল থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেন দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে। ইউনিয়ন পর্যায় থেকেও ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দিয়েছেন এই সমাবেশে।
সকাল থেকেই শাহবাগ, টিএসসি (শিক্ষক-ছাত্র কেন্দ্র), দোয়েল চত্বর এলাকাসহ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছাত্রলীগের নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে।
মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের হাতে দেখা গেছে বিভিন্ন ধরণের ফেস্টুন, ব্যানার। কেউ কেউ হাতে ধারণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাদের পরিবারের সদস্যদের প্রতিকৃতি।
এছাড়া রাজধানীর বাইরে থেকে আসা নেতাকর্মীদের অনেকের হাতেই দেখা গেছে নিজ নিজ নেতার ছবি। তাছাড়া অনেকেই সম্মেলনে যোগ দিয়েছেন নেতা, জেলার নাম অঙ্কিত টিশার্ট ও ক্যাপ পরিধান করে।
দীর্ঘ নয় বছর পর ছাত্রলীগ আয়োজিত এই ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আওয়ামী লীগের সকল কেন্দ্রীয় নেতারা এ সম্মেলনে যোগ দেবেন। এক মঞ্চে দেখা যাবে ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাদের।
সমাবেশের পূর্ব সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন দাবি করেছেন, সারাদেশ থেকে প্রায় ৫ লাখ নেতাকর্মী এই সমাবেশে যোগ দেবেন।
এমআই