মো. জাহিদুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ে নির্মাণ কাজে জড়িত ঠিকাদারেরা। চবি ছাত্রলীগের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে সব ধরনের মেরামত ও নির্মাণকাজ বন্ধের ঘোষণা দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে চাঁদাবাজির অভিযোগ জানিয়ে উপাচার্যের কার্যালয়ে ঠিকাদার সমিতির সভাপতি মো. সেকান্দর হোসেন ও সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি দিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, কিছু মাদকাসক্ত অছাত্রের চাঁদাবাজির বলি হচ্ছেন ঠিকাদারেরা। তাঁরা রড, ইট, সিমেন্ট, বৈদ্যুতিক যন্ত্রপাতিসহ সব ধরনের নির্মাণসামগ্রী চুরি করছেন। তাঁরা প্রকাশ্যে ঠিকাদার, নির্মাণশ্রমিক ও প্রকৌশলীদের মারধর করছেন। সবশেষ ২৩ আগস্ট এসব অছাত্র পুলিশের উপস্থিতিতে দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদে এক ঠিকাদারকে গালাগাল করেছেন। তাঁকে রড দিয়ে মারধরের চেষ্টা করেছেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, চাঁদাবাজির এসব অভিযোগ অতীতে প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো অভিযোগ করায় শ্রমিকদের মারধর করে বিভিন্ন নির্মাণসামগ্রী নিয়ে গেছেন চাঁদাবাজেরা। প্রতিদিনই কোথাও না কোথাও মালামাল লুট হচ্ছে। প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় ঠিকাদারেরা মানহানিসহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব ঘটনার বিহিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত ঠিকাদারেরা সব নির্মাণ-সংস্কারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার সমিতির সভাপতি সেকান্দর হোসেন বলেন, ছাত্রলীগের নামধারী কিছু নেতা-কর্মীর চাঁদাবাজির কারণে বিশ্ববিদ্যালয়ের নির্মাণ প্রকল্পে কাজ করা কঠিন হয়ে পড়েছে। এসব নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা নির্মাণকাজ বন্ধ রাখব।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, ছাত্রলীগের কারও বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এমন অনৈতিক নেতার স্থান ছাত্রলীগে নেই।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বলেন, ছাত্রলীগে চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদকাসক্তদের কোন স্থান নেই। উপযুক্ত তথ্য পেলে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চাঁদার জন্য গত সোমবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজলকে মারধর করেন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মুন্সি। এর আগে ১৭ জুলাই চাঁদা না দেওয়ায় নির্মাণকাজে বাধা দেওয়া, শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছিল ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
এমআই