এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বনগ্রাম ইউনিয়নে জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত কমিটির সভাপতি মো. জালাল শেখ ও সাধারণ সম্পাদক পদে ভবেশ দে কে করা হয়েছে।
স্থানীয় সকল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে উল্লেখিত কমিটি গঠন করা হয় এবং আগামি ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত গৃহিত হয়। এ উপলক্ষে শুক্রবার রাত ৮টায় বণগ্রাম বাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার কে এম শাহরিয়ার হোসেন, সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আখতারুজ্জামান।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন সাংগঠনিক সম্পাদক মো. আজমির হোসাইন, উপজেলা যুবসংহতির আহবায়ক মো. মাসুদ রেজা, পৌর জাতীয় পার্টির নেতা মো. আবুল হোসেন সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
এমআই