এস এম জহিরুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি (ছাতির বাজার) এলাকায় জামিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন বালিকা মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে কয়েক শতাধিক আম গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে ফলজ বৃক্ষ (আম গাছের চারা) বিতরণ করা হয়েছে। প্রতিবছর বিভিন্ন ফলজ ও বনজ গাছ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ লক্ষ্য করা গেছে।
বৃক্ষ বিতরণের সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান বিএসসি, শুভাকাঙ্ক্ষী জাহাঙ্গীর আলম সোহেল, কাইয়ুম সহ অনেকেই। এসময় অতিথিরা পরিবেশ দূষণ রোধ ও গাছ লাগানোর উপকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ মোঃ আনোয়ারুল ইসলাম আপেল শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ রোপন করার জন্য উৎসাহ প্রদান করেন।
উল্লেখ্য, সাইটালিয়া গ্রামের বাসিন্দা খলিলুর রহমানের উদ্যোগে বিনামূল্যে এসকল চারা বিতরণ করা হয়।
সময় জার্নাল/এলআর