শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা দ্বিমুখি স্কুল এন্ড কলেজের সাচিবিক বিদ্যার শিক্ষক জাহাঙ্গীর আলম শাহিনের বিরুদ্ধে তারই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ ও স্কুল বর্জন করেছে।
৩ সেপ্টেম্বর দুপুরে এই ঘটনা ঘটে।স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে রাখা হাজিরা খাতায় সই করা নিয়ে এ ঘটনার সুত্রপাত।
স্কুলের সেফাউর নূর, মিলন, সিনিয়র শিক্ষক আব্দুল জলিল বলেন, আমরা প্রিন্সিপালের কক্ষে বসে ছিলাম। এমন সময় জাহাঙ্গীর আলম সাহিন হাজিরা খাতায় সই করতে আসেন। তখন প্রিন্সিপাল বলেন" যে সময়ে এসেছেন সেই সময়ে সই করেন"। এতে তিনি প্রচন্ড রেগে যান।এবং প্যন্টের চেইন, প্যান্ট খোলা সহ অশ্লীল অঙ্গভঙ্গি করেন। বিভিন্ন ভয়ভীতি দেখান।
মহিষখোঁচা স্কুলের এন্ড কলেজের প্রধান শিক্ষক সারওয়ার আলম বলেন, তিনি এর আগের এমন আচরণ করেছেন। তার প্রতিজন শিক্ষক ততার দুর্ব্যবহারের স্বীকার। সে সব সময় ভয় দেখিয়ে আসছেন।
আমরা মিটিংএ আলোচনা করে একাধিকবার নোটিস করেছি। ডিসি মহদয়কে লিখিত অভিযোগ করেছি। বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
স্কুল এন্ড কলেজটির সভাপতি ও মহিষখোঁচা ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বলেন, প্রধামন্ত্রী, সেনাপ্রধান তার আত্মীয়, এমন পরিচয় দেন। সে সবসময় ভয় দেখান। শিক্ষার্থীরা ও সহকারি শিক্ষকরা আমাকে জানিয়েছে। প্রধানমন্ত্রী সেনাপ্রধান আমার দেখার বিষয় নয়, আমি দেখবো স্কুলকে।
শিক্ষক জাহাঙ্গীর আলম সাহিনকে তার স্কুলে পাওয়া যায়নি।
সময় জার্নাল/এলআর