নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মাদরাসা শিক্ষকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চৌগাঙ্গা ফাজিল মাদরাসার শিক্ষক হাফিজুর রহমান হাশেম (৩২)। তিনি করিমগঞ্জের ইটনা উপজেলার কমলভোগ গ্রামের ছমির উদ্দিনের ছেলে।
আর সম্রাট মিয়া (৩৮) ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। তিনি জেলার তাড়াইল উপজেলা কাজলা গ্রামের নাজিমুদ্দিন ছেলে।
করিমগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক ঘটনা নিশ্চিত করে জানান, দু’জনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
সময় জার্নাল/এলআর