শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর স্কুলে চুরি

সোমবার, সেপ্টেম্বর ৪, ২০২৩
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর স্কুলে চুরি

বাগেরহাট প্রতিনিধি: 

বাগেরহাটের মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দূর্ধষ্য চুরি সংঘটিত হয়েছে। গত ৩১ আগষ্ট থেকে ২ সেপ্টেম্বর উপজেলার মিঠাখালী ইউনিয়নে অবস্থিত স্কুলটি বন্ধ থাকার সুযোগে এই চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে মোংলা থানায় মামলা করেছেন প্রধান শিক্ষক রিজাউল করিম।

মামলার বরাত দিয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দীন বলেন, টানা তিনদিন বন্ধ থাকার সুযোগে একদল চোর মিঠাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ ওই স্কুলের গাইডওয়াল কেটে ভেতরে প্রবেশ করে।

এসময় চোরেরা দুটি কক্ষে থাকা আটটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ, একটি সাউন্ড বক্স ও একটি পানির পাম্প নিয়ে যায়। যার মূল্য প্রায় এক লক্ষ টাকা। 

এ ঘটনায় অজ্ঞাত আসামি করে প্রধান শিক্ষক মামলা করেছেন জানিয়ে ওসি বলেন, ঘটনার তদন্ত চলছে, চোরদের ধরতে অভিযান অব্যাহত আছে। একই সাথে চুরি হওয়া মালামালও উদ্ধারের চেষ্টা চলছে।। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল