স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে ভারত ও নেপাল। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যাওয়ায় আজ বাঁচা-মরার লড়াইয়ের সামনে রোহিত শর্মার দল। সুপার ফোরে উঠতে হলে আজকের ম্যাচ থেকে নূন্যতম এক পয়েন্ট প্রয়োজন টিম ইন্ডিয়ার। এমন সমীকরণের দিনে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে মাঠে নামার আগে দুঃসংবাদ পেয়েছিল বিরাট কোহলিরা। নেপাল ম্যাচের আগেই হঠাৎ দেশে ফিরে গেছেন জসপ্রীত বুমরাহ। ভারতীয় গণমাধ্যমে তথ্য অনুসারে, ব্যক্তিগত কারণে সোমবার নেপালের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না। ভারতীয় ক্রিকেট বোর্ড যদিও এখনও বুমরার দেশে ফেরা সম্পর্কে কিছু জানায়নি।
তবে জানা গিয়েছে, ব্যক্তিগত কারণের জন্যই তিনি নাকি বিসিসিআইয়ের কাছে ছুটি চেয়ে নিয়েছেন তারকা পেসার। এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডের সময়ে তাঁকে পাওয়া যাবে। শুধু নেপালের বিপক্ষে ম্যাচটি তিনি খেলবেন না।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, প্রথম বার বাবা হতে চলেছেন ভারতের তারকা পেসার। আর সেই কারণেই নাকি মাঝে ক’টা দিন ছুটি নিয়ে মুম্বাইয়ে স্ত্রী এবং পরিবারের কাছে যাচ্ছেন তিনি।
ফলে বুমরাহকে ছাড়াই একাদশ সাজাতে হয়েছে ভারতকে। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ শামি। অপরদিকে পাকিস্তান ম্যাচ থেকে একটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে নেপাল।
নেপাল একাদশ: কুশল ভুর্টেল, আসিফ শেখ, রোহিত পাউডেল, ভীম শারকি, সোমপাল কামি, গুলসান ঝা, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, সন্দীপ লামিচানে, করণ কেসি, ললিত রাজবংশী
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।
এমআই