জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি :
বিজ্ঞানের প্রচার-প্রসার ও বিজ্ঞানকে মানুষের মধ্যে সহজবোধ্য করে তুলে ধরার জন্য "সায়েন্স শো" আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব।
আজ সোমবার (৪ই সেপ্টেম্বর) ররাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নে রিভারডেল ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান প্রদর্শনী করেছে সায়েন্স ক্লাব।
এসময় বিজ্ঞানের দেড় শতাধিক শিক্ষার্থীদের সামনে বিজ্ঞানের নানা বিষয় তুলে ধরা হয়। শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের আগ্রহ বাড়ানোর জন্য আয়োজনটি করা হয়েছে।
সকাল ১১ টায় ক্লাবের ৬ জন সদস্যের একটি টিম সায়েন্স শো দেখানোর জন্য উপস্থিত হয় উক্ত স্কুলে।প্রোগ্রামে শিক্ষার্থীদের মাঝে ছিল প্রবল আগ্রহ ও উত্তেজনা । পদার্থ, রসায়নের প্রায় ১২টা এক্সপেরিমেন্ট সরাসরি দেখানো হয়েছে শিক্ষার্থীদের। প্রতিটা এক্সপেরিমেন্ট শেষে সেই এক্সপেরিমেন্ট থেকে প্রশ্ন এবং পুরস্কার দেওয়া হয় তাদের।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদের সঞ্চালনায় প্রোগ্রাম শুরু হয়।এসময় উপস্থিত ছিলেন রিভারডাইন ইন্টারন্যাশনাল স্কুল এর প্রধান শিক্ষক ও স্কুলের শিক্ষকমণ্ডলী,স্থায়ী কমিটির সদস্য রেজাউল করিম ও ক্লাবের অন্যান্য সম্পাদকমণ্ডলী।সেখানে ৮ম -১০ম শ্রেণীর প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর