শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

জুলাই-আগস্টে পোশাক রপ্তানি বেড়েছে: ১২.৪৬ শতাংশ

মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩
জুলাই-আগস্টে পোশাক রপ্তানি বেড়েছে: ১২.৪৬ শতাংশ

নিজস্ব প্রতিনিধি:

চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্ট। এসময় পোশাক রপ্তানি ১২ দশমিক ৪্ব৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭ দশমিক ৯৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে ছিল ৭ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার।

সোমবার (৪ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০২৩ সালের জুলাই-আগস্ট মাসে পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৭ দশমিক ৮৮ বিলিয়ন ডলার। পোশাক খাত ৭ দশমিক ৯৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৪৬ শতাংশ বেশি।

ইপিবি এর তথ্য অনুযায়ী, নিটওয়্যারের রপ্তানি ছিল ৪ দশমিক ৫৮ বিলিয়ন ডলার, যেখানে ওভেন পোশাকের রপ্তানি ছিল ৩ দশমিক ৪২ বিলিয়ন ডলার। যা আগের বছরের তুলনায় যথাক্রমে ১৭ দশমিক ২ শতাংশ ও ৬ দশমিক ৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পোশাক রপ্তানি ছাড়াও ম্যানুফ্যাকচারিং পণ্যে জুলাই আগসস্ট এই দুই মাসে ৯ দশমিক ৬৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। একই সময়ে কেমিক্যাল পণ্যে ২৫ দশমিক ৫৩ শতাংশ আর স্পেশালাইড টেক্সটাইলে ২০ দশমিক ৭৩ শতাংশ।

অন্যদিকে নেতিবাচক প্রবৃদ্ধিতে রয়েছে কৃষি, চামড়া ও পাটজাত পণ্য। গত অর্থবছরের জুলাই-আগস্টের তুলনায় চলতি বছরের একই সময়ে এই যথাক্রমে ০ দশমিক ৮০ শতাংশ, ১২ দশমিক ৭৩ শতাংশ ও ১০ দশমিক ৩১ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল