বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩
জোবায়ের আহমদ, মাভাবিপ্রবি প্রতিনিধি:
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সহকারী অধ্যাপক ড. আশেকুল ইসলাম। জীববিজ্ঞান উপশাখায় গবেষণা প্রকল্পের মধ্যে অনুদান পাওয়া ৩২টি গবেষণা প্রকল্পের মধ্যে দ্বিতীয় অবস্থানে তার গবেষণা প্রকল্পটি।
ড. আশেকুল বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের শিক্ষক। তার "Exploring the Benzo(a) pyrene-induced Lung Cancer-Reversing Efficacy of Sanchezia nobilis Leaf Extracts: A Multi-Gene Expression Profiling Approach" শিরোনামে গবেষণা প্রকল্পটির অনুদানের গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।
ইউজিসি সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের অধীনে বিজ্ঞান ও প্রযুক্তি শাখার জীববিজ্ঞান উপ-শাখায় ২০২২-২৩ অর্থবছরে পাওয়া ৩৮টি গবেষণা প্রকল্প প্রস্তাব বিশেষজ্ঞদের দিয়ে মূল্যায়ন করা হয়। এর মধ্যে ৩২টি গবেষণা প্রকল্প (কমিশন কর্তৃক নির্ধারিত সূচকের ভিত্তিতে) চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বাকি ৬টি প্রকল্প প্রস্তাব বাতিল করা হয়।
গবেষণা প্রকল্পে অনুদান পাওয়ায় ড. আশেকুল ইসলাম বলেন:- "ফুসফুসে ক্যানসার মানব স্বাস্থ্যের জন্য একটি জটিল সমস্যা। এর কারণে একাধিক জিন পরিবর্তন হতে পারে। সঠিক গবেষণা ফুসফুস ক্যানসারের চিকিৎসা নির্ধারণে সাহায্য করতে পারে। এ গবেষণা প্রকল্প গ্রহণযোগ্য হিসেবে ইউজিসি অনুদান দেওয়ায় আমাকে গবেষণা কর্মে আরো উৎসাহিত করবে। এটা আরো বেশি গবেষণামুখী করবে বলে আমি মনে করছি।"
সময় জার্নাল/এলআর