এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণের প্রতিবাদে আবারও মানববন্ধন করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ১নং জেটি সংলগ্ন নদী পাড়ে এই মানববন্ধন করেন তারা। এর আগে একই দাবিতে গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ করে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করে ঘাটে দৈনিক দিনমজুরে খাটা এই শ্রমিকরা। তবে এখন পর্যন্ত তাদের পক্ষে কোন ব্যবস্থা নেয়নি প্রশাসনের কোন সংস্থা।
এদিকে আবারও শ্রমিকরা মানববন্ধন করে বলেন, তাদের দৈনিক মজুরী ভিত্তিক শ্রম দিয়ে সংসার চলে। সমাজের তাদের কোন মূল্য নাই। তারা কুলি তাই কেউ গুরুত্ব দেয়না।
তারা আরও বলেন, কিভাবে উপমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের উদ্ধোধন করা ঘাট শ্রমিকদের জন্য বিশ্রামের ওই সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ হলো, এটা কেউ জিজ্ঞেস করেনা। জনৈক গয়না টিটু তাদের এই জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেছে। সে টাকা দিয়ে সবাইকে ম্যানেজ করলেও শ্রমিকদের ম্যানেজ করতে পারবেনা। অবিলম্বে এই জায়গা ছাড়তে হবে না হলে ঘাট থেকে মালামাল উঠানো বন্ধ করে আরও বড় আন্দোলনের হুশিয়ার দেন তারা।
এসময় বক্তব্য রাখেন, মোস্তফা কামাল, আব্দুর রাজ্জাক সরদার, শহিদুল ভূইয়া, মোঃ সেলিমসহ অন্য শ্রমিকরা।
গয়না টিটু বলেন, মোংল বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে সে জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেছে।
তবে বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম বলেন, কাউকে এই জায়গা বরাদ্দ দেওয়া হয়নি। এটা অবৈধভাবে দখল করেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমআই