মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুর উপজেলার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী মোঃ একাব্বর আলী (৪৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর জেলার সদর উপজেলার বালুরচর এলাকা হতে গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব।
গ্রেপ্তারকৃত মোঃ একাব্বর আলী (৪৫) ইসলামপুর উপজেলার কড়ইতলা গ্রামের মৃত সন্দেশ আলী ছেলে।
জামালপুরের র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আসামি একাব্বর আলী পূর্ব পরিকল্পিতভাবে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার ঔ কিশোরীর মা গত (১৭ জুলাই) বাদী হয়ে ইসলামপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
ধর্ষণের পর থেকেই আসামি ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। এ ঘটনায় পালাতক আসামি একাব্বর আলীর বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে তাকে সনাক্ত করে গ্রেপ্তার করে র্যাব।
সময় জার্নাল/এলআর