স্পোর্টস ডেস্ক:
ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই ঐতিহাসিক দ্বৈরথ। ঐতিহ্য, অহংকার ও আগ্রাসনের মিশেলে এই ম্যাচকে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় লড়াইও বলা হয়ে থাকে। এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচ বৃষ্টির কারণে ভেসে যাওয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দেশের জমজমাট লড়াই উপভোগ করতে পারেননি ভক্ত-সমর্থকরা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় মোকবেলায় টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই উড়ন্ত সূচনা পায় ভারত। তবে দুই ওপেনার নিজেদের অর্ধশতক করার পর সাজঘরের পথ ধরেন। কিন্তু হাইভোল্টেজ এই ম্যাচের আগে থাকা বৃষ্টির শঙ্কা ২৫তম ওভারে সত্যি হয়। ফলে ম্যাচ বন্ধ ঘোষণা করে আম্পায়াররা। তবে দীর্ঘ সময় অপেক্ষা করেও আজ মাঠে গড়ায় নি ম্যাচ। যে কারণে পূর্ব ঘোষিত নিয়মানুযায়ী আগামীকাল রিজার্ভ ডে'তে গড়াল ম্যাচ।
২৫তম ওভারে খেলা বন্ধ হওয়ার পর দীর্ঘ দুই ঘণ্টা বৃষ্টি শেষে আকাশের কান্না থেমেছিল। তবে খেলা শুরু হওয়ার আশা জাগলেও বাধা হয়ে দাঁড়ায় ভেজা মাঠ। যা নিরসনে কাজ করছিল মাঠকর্মীরা। তবে শেষ পর্যন্ত আবারো বৃষ্টি শুরু হলে আজকের দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। সেই সঙ্গে রিজার্ভ ডেতে আগামীকাল ম্যাচের বাকি অংশ অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেন আম্পায়াররা। ফলে ২৪.২ ওভার থেকে আবারো কাল পুরো ৫০ ওভারে ম্যাচ শুরু হবে।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬১ রান তুলেছিল রোহিত শর্মা-গিল জুটি। প্রথম দশ ওভারে শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে একে একে বাউন্ডারি ছাড়া করেছেন ভারতীয় দুই ওপেনার। ইনিংসের প্রথম ওভারে শাহিন আফ্রিদি প্রথম ৫ বলে ডট দিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন তবে শেষ বলে বিশাল এক ছয় হাঁকিয়ে ভারতীয় অধিনায়ক তাদের রানের খাতা খুলেন। এরপর থেকে পাকিস্তানের কোন বোলারই দাঁড়াতে পারেনি।
ওয়ানডেতে শীর্ষে দলটির সবচেয়ে বড় শক্তি পেস বোলিং। কিন্তু কলম্বোতে যেন আজ ফিকে হয়ে যাচ্ছে বাবর আজমদের বোলিং অ্যাটাক। শুভমন গিল পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে কিছুটা অস্বস্তিতে সাজঘরে ফিরে গেলেও আজ নিজের জাত চিনিয়েছেন।
তবে ১৭তম ওভারে নিজের অর্ধশতক হাঁকিয়ে শাদাব খানের শিকার হন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এর পরের ওভারে আরেক ওপেনার গিলকে ফেরান শাহিন শাহ আফ্রিদি। সাজঘরে ফেরার আগে রোহিত ও গিল খেলেছেন ৫৬ ও ৫৮ রানের দুর্দান্ত ইনিংস। দলীয় ১২৩ রানে ২ উইকেট হারালেও দলের হাল ধরেছেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি।
তবে ইনিংসের ২৪.১ ওভারে ২ উইকেটে ভারত ১৪৭ রান স্কোর বোর্ডে যোগ করার পর বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হয়ে যায়।
এমআই