স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচ রিজার্ভ ডে’তে যাওয়ায় বলতে গেলে এক প্রকার বিপদেই ভারত। চিরপ্রতিদ্বন্দীদের সাথে ম্যাচ রিজার্ভ ডেতে গড়ানোয় কোনো বিশ্রাম ছাড়াই তৃতীয় দিনের মতো মাঠে নামছে রোহিত-কোহলিরা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিরাট কোহলিদের প্রতিপক্ষ আজ স্বাগতিক শ্রীলঙ্কা। সাড়ে তিনটায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা।
টানা তিন দিন খেলা ভারত দল শুধু একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। শার্দল ঠাকুরের জায়গায় স্কোয়াডে এসেছেন অক্ষর পাটেল। তবে শ্রীলঙ্কা দলে কোন পরিবর্তন নেই।
ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার),ইশান কিশান,হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, অক্ষর পাটেল, যসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।
শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশাল মেন্ডিস (উইকেটকিপার), সেডিরা সামিরাবিক্রমা, চারিথ আশালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন সানাকা (অধিনায়ক), দুনিথ ওয়াল্লাগে, মাহেশ থিকসেনা, মাহেশা পাথিরানা ও কাসুন রাজিথা।
এসজে/আরইউ