বুধবার, সেপ্টেম্বর ১৩, ২০২৩
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত বিভিন্ন অনুষদের বিদেশি শিক্ষার্থীদের নিয়ে নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত আটটার দিকে টিএসসি মিনি কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্ক।
বাকৃবি ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকৃবির ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. আবুল মনসুর, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্টসহ বাকৃবিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের বিদেশি শিক্ষার্থী জ্যাসপার রাজ বলেন, বাকৃবিতে সবাই খুব আন্তরিক, আমরা এখনকার শিক্ষার্থীদের সাথে খুব দ্রুতই মানিয়ে নিতে পেরেছি। তবে আমাদের আবাসন সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, নিজ দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়া সবসময়ই চ্যালেঞ্জিং। তাই সেদেশের ভাষা শিখে ফেলতে পারলে অনেকাংশে উপকৃত হওয়া যায়। শিক্ষার্থীদের আবাসন সমস্যা রাতারাতি সমাধান করে ফেলা সম্ভব নয়। তবে আমি প্রভোস্টদের প্রতি আহবান জানাবো যেন প্রতিটি হলে অন্তত পাঁচটি করে আসন বিদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়।
এছাড়া নির্মানাধীন নতুন হলগুলোর কাজ শেষ হলে দেশি-বিদেশি সব শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অধ্যাপক ড. মাহফুজুল হক বলেন, বিদেশি শিক্ষার্থীদের জন্য করার মতো অনেক কাজ রয়েছে। তবে পর্যাপ্ত জনবল ও রিসোর্সের অভাবে সব কাজ করা হয়ে ওঠে না। আমি আশা করবো ইন্টারন্যাশনাল ডেস্ক তার সেবার মান বৃদ্ধি করে বিদেশি শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজ করবে।
এরপর রাতের খাবার শেষে বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এসজে/আরইউ