বুধবার, সেপ্টেম্বর ১৩, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।
বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজস্থানের ভারতপুরের জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বাসটি রাজস্থানের পুষ্কর থেকে উত্তর প্রদেশের বৃন্দাবনের দিকে যাচ্ছিল। খবর এনডিটিভির।
বাসের বেঁচে যাওয়া এক যাত্রী জানান, তেল ফুরিয়ে যাওয়ায় সড়কে একটি সেতুর ওপর থেমে গিয়েছিল বাসটি। চালক ও কয়েকজন যাত্রী বাসটির পেছনের দিকে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় দ্রুত গতিতে আসা ট্রাকটি ধাক্কা দেয়।
পুলিশ জানায়, এতে ঘটনাস্থলেই ১১ জন মারা যান। তাদের মধ্যে পাঁচজন পুরুষ এবং ছয়জন নারী।
ভারতপুরের পুলিশ সুপার (এসপি) মৃদুল কাচাওয়া বলেন, বাসটি হাইওয়েতে দাঁড়িয়ে ছিল। দুর্ঘটনার সময় কিছু যাত্রী বাসে ছিলেন এবং কিছু যাত্রী বাইরে দাঁড়িয়ে ছিলেন।
এসজে/আরইউ