ক্রীড়া প্রতিবেদক:
ফাইনাল ধরে এশিয়া কাপে পা রাখলেও সবার আগে সুপার ফোর থেকে বিদায় লেখা হয়েছে বাংলাদেশের। ভারতের বিপক্ষে শেষ ম্যাচে জিতে দেশে ফিরতে চান টাইগার অধিনায়ক সাকিব। জিততে না পারলে আসরটি গণ্য হবে চূড়ান্ত ব্যর্থতা হিসেবে।
অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে যার প্রভাব পড়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সাকিবও মনে করেন, এশিয়া কাপে ব্যর্থতার প্রভাব বিশ্বকাপে পড়তে পারে। এই প্রভাব যাতে না পড়ে সেজন্য করণীয় কী এমন প্রশ্নে সব দায়িত্ব তার একার না বলে মন্তব্য করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
ঢাকায় ছুটি কাটিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে কলম্বো যাওয়া সাকিব বলেছেন, ‘সব দায়িত্ব আমার না। যার যার দায়িত্ব আছে। সেগুলো ঠিকঠাক করতে হবে। সবাই যার যার জায়গা থেকে ভালো করতে পারলে, ব্যক্তিগত পারফরম্যান্স সমন্বয় করতে পারলে আমি আশাবাদী দল (বিশ্বকাপে) ভালো করবে।’
ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সাকিব বলেন, ‘অবশ্যই জেতার চেষ্টা করবো। ভারতের বিপক্ষে জিতে দেশে যেতে চাই। এর বেশি কিছু এই ম্যাচ থেকে চাওয়ার নেই।’ এশিয়া কাপ নিয়ে সন্তুষ্টি, অসন্তুষ্টির বিষয়ে বাঁ-হাতি এই স্পিন অলরাউন্ডার বলেন, ‘এগুলো মিডিয়ায় বলার বিষয় না। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করে সমাধানের চেষ্টা করবো।’
এমআই