ফাহিম হোসাইন, ঢাবি প্রতিনিধি:
শিক্ষা ও গবেষণার উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড' এর তহবিল সংগ্রহ শুরু হয়েছে। এতে প্রথম দিনেই সংগ্রহ হয়েছে ১ কোটি ১১ লাখ টাকা।
শনিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য আখতারুজ্জামান এটির উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ফান্ডটি পূর্বেই গঠিত হয়েছিল। আজ (১৬ সেপ্টেম্বর) থেকে এর তহবিল সংগ্রহ শুরু হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমি চিন্তিত যে এই যে ফান্ডের টাকা এটা পাবলিকের টাকা হিসেবে বাজেটে জমা হয় কি না। এই ফান্ড প্রতিষ্ঠা একেবারে হঠাৎ করে নয়। সিন্ডিকেটে অনুমোদনের ভিত্তিতে অনেক আগেই এই ফান্ড গঠন করা হয়েছে। সেটাকে সচল করার জন্যই আজকের এই আয়োজন।
তিনি আরও বলেন, প্রতিবছর একটি অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ, স্বনামধন্য প্রতিষ্ঠান, ধনাঢ্য, দানবীর, শিক্ষা ও গবেষণায় অনুরাগী ব্যক্তিবর্গের থেকে অনুদানের চেক গ্রহণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ করতে এই ফান্ডের তহবিল আরও বৃদ্ধি করার জন্য দেশে-বিদেশে সুপ্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইসহ দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি উপাচার্য আহ্বান জানান তিনি।
তহবিলে ইতোমধ্যে অর্থদান করেছেন ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী, পিএইচপি গ্রুপের প্রতিষ্ঠা চেয়ারম্যান সূফী মীজানুর রহমান, পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মুস্তাফিজুর রহমান ও ইউনিভার্সাল মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী।
এমআই