সাইদুল ইসলাম সাঈদ:
কয়েক বছর ধরে শিক্ষক সংকটে ভুগছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের মনোবিজ্ঞান বিভাগ।আড়াইশো শিক্ষার্থীর বিপরীতে বিভাগটিতে শিক্ষক আছেন মাত্র দুইজন।শিক্ষক সংকটের কারণে বর্তমানে বিভাগটিতে শিক্ষা কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে। এর ফলে একাডেমিক ও অফিসিয়াল কার্যক্রম চালিয়ে নিতে হিমশিম খাওয়া হলেও নতুন শিক্ষক নিয়োগে তেমন উদ্যোগ নেই।
রাসেল নামের এক শিক্ষার্থী বলেন,আমাদের সাইকোলজি বিভাগে মাত্র দুইজন শিক্ষক থাকায় সিলেবাস শেষ করতে কষ্ট হয় এবং অনেক ক্লাস হয় না এই শিক্ষক সংকটের কারণে।
একই বিভাগের আরেক শিক্ষার্থী শুভ বলেন,এই বিভাগে শিক্ষক এতো কম জানলে ভর্তি হতাম না।আমাদের ব্যাচে ৬০ জন শিক্ষার্থী।এরকম প্রতিটা ব্যাচে ৫৫-৬০ জন শিক্ষার্থী। প্রায় আড়াইশো শিক্ষার্থীর বিপরীতে মাত্র দুইজন শিক্ষক। কতৃপক্ষের কাছে অনুরোধ আমাদের বিভাগের শিক্ষক সংকট দূর করার জন্য।
মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক সাজিয়া আফরিন খান বলেন, আড়াইশো শিক্ষার্থীর বিপরীতে আমরা মাত্র দুইজন শিক্ষক,অনেক কষ্টে পাঠ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। শিক্ষা মন্ত্রণালয়ের উচিত দ্রুত এই সমস্যার সমাধান করা নতুবা কলেজে এই বিভাগ না রাখা।
এ বিষয়ে জানতে চাইলে কলেজ অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম বলেন, শিক্ষকের জন্য একাদিক বার আবেদন করেছিলাম কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কোন শিক্ষক দেয়া হয়নি এখন পর্যন্ত।
এছাড়াও অনেক শিক্ষাবিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে বিশ্ববিদ্যালয় গুলোর অন্যতম বড় সমস্যা শিক্ষক সংকট। পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের নিয়োমিতই ক্লান্ত-পরিক্ষা নিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন।আন্তর্জাতিকভাবে শিক্ষক-শিক্ষার্থীর আদর্শ অনুপাত ১:২০(২০ শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক) হলেও শিক্ষা মন্ত্রণালয় এর কোন গুরুত্ব নেই।
সময় জার্নাল/এলআর