মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধিঃ দিনাজপুররে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে আজ বুধবার বেলা ২টা থেকে দেশে ফিরতে শুরু করেছে ভারতে আটকে পড়া বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা। ভারতের ইমিগ্রেশনে পাসপোর্টের সকল কার্যক্রম সম্পন্ন করে তারা দেশে ফিরছেন।
দেশে ফেরাপর পথে সীমান্তের জিরো পয়েন্টে জিবানু নাশক টানেলে মধ্য দিয়ে দেশে প্রবেশের পর তাদের শরিরে স্প্রে দিয়ে জিবানু মুক্ত করা হচ্ছে। পরে ইমিগ্রেশন ও কাষ্টমসের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
সবশেষ বিকেল সাড়ে পাঁচটা পাওয়া পর্যন্ত মোট ৩৭ জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছেন বলে ইমিগ্রেশন সুত্রে জানাগেছে। এখনো দেশে ফেরা অব্যহত রয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের অফিসার ইন-চার্জ সেকেন্দার আলী জানান, দেশে ফেরত আসা পাসপোর্ট যাত্রীদের মধ্যে আটজন যাত্রী শারীরিক ভাবে অসুস্থ্ হওয়ায় তাদের চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরও চারজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ইমিগ্রেশন কর্মকর্তা আরও জানান, গতকাল ১৮ মে মঙ্গলবার পর্যন্ত মোট ৯৭ জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দেশে ফেরার অনুমতি পেয়েছে। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়তে পারে।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দেশে ফেরা পাসপোর্ট যাত্রীরা জানায়, এক থেকে দেড় মাস আগে তারা কেউ বিমান যোগে আবার কেউ বেনাপোল বন্দর দিয়ে ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানে চিকিৎসা শেষে দেশে ফেরার অপেক্ষায় ভারতে আটকা পড়ে ছিলেন।
এসব যাত্রীদের বাড়ি রংপুর, দিনাজপুর, গাইবান্ধ, খগড়াছরিসহ দেশের বিভিন্ন স্থানে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-আলম সিদ্দিকী জানিয়েছেন, চেকপোষ্ট দিয়ে দেশে ফেরা এসব পাসপোর্ট যাত্রীদের
ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষ করে তাদের রাখা হয়েছে স্থানীয় একটি আবাসিক হোটেলে। সেখানে তাদের ১৪ দিনের কোরিন্টিন নিশ্চিত করা হবে। কেউ অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হবে।
সময় জার্নাল/এমআই