খালেদ হোসেন টাপু , রামু প্রতিনিধি:
রামু উপজেলার ফতেখাঁরকুল, রাজারকুল ও কাউয়ারখোপ ইউনিয়নে তিনটি সড়ক, সেতু, খালখনন ও কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
এসময় তিনি দীর্ঘপথ হেঁটে, বৃষ্টিতে ভিজে গণসংযোগ কালে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনঃরায় ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এমপি কমল আগামী ২৩ সেপ্টেম্বর বিকাল ৩ টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রামু স্টেডিয়ামে আয়োজিত জনসভায় মিছিল সহকারে সকলকে যোগদানের আহবান জানান। বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্নয়ন কাজের উদ্বোধন ও গণসংযোগ করেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার প্রতিটি গ্রাম এখন শহরে উন্নীত হচ্ছে। গ্রামের মানুষ আজ শহরের সেবা পাচ্ছেন। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারনে। গ্রাম পর্যায়ে উন্নয়নের মাধ্যমেই দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন তিনি। দেশের কোন গ্রামে এখন আর কুড়েঘর নাই।
সাধারণ মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ ও অবকাঠামোগত উন্নয়নসহ সকল প্রকার মৌলিক চাহিদা পুরণ করছে শেখ হাসিনার সরকার। অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশের মানুষ আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবে। তিনি বলেন, বন্যা, করোনার মতো দু:সময়ে বিএনপির নেতারা মানুষের পাশে থাকে না। ওই সময় তারা বাড়ির উঠানে ঘাস কাটে। নির্বাচন আসলে তারা ভোট চায়। দেশে আবারো সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে বিএনপি ক্ষমতায় আসতে নানা ষড়যন্ত্র শুরু করেছে। তাদেরকে প্রতিহত করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বুধবার সকালে ফতেখাঁরকুলে হযরত মাগন আলী শাহ্ (রহ) মসজিদ সড়কের উন্নয়ন, রাজারকুল ইউপি অফিস-শীকলঘাট- কাউয়ারখোপ ইউপি সড়ক উন্নয়ন, কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিলে সোনাইছড়ি খালে গার্ডার ব্রিজ, রাজারকুল ইউপি অফিস-শীকলঘাট- কাউয়ারখোপ ইউপি সড়ক উন্নয়ন ও হাজ্বী মো. হোছাইন কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী, রামু উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান ভুঁইয়া, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমান, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফাহমিদ আশফাক, স্বাস্থ্য পরিদর্শক দর্পণ বড়ুয়া, কবি এম. সুলতান আহমদ মনিরী, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ওসমান সরওয়ার মামুন, আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন কোম্পানি, যুবলীগ নেতা ওসমান গণি, ইউপি সদস্য শাহাব উদ্দিন, ইউপি সদস্য আজিজুল হক, ঠিকাদার খালেদ নেওয়াজ আবু ও সাইফুর রহমান সহ স্থানীয় ইউপি সদস্য, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর