চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আবারও সংঘর্ষে জড়িয়েছে চবি ছাত্রলীগের দুই গ্রুপ। সংঘর্ষে জড়িত শাখা ছাত্রলীগের দু'টি পক্ষের নাম 'সিএফসি' ও 'সিক্সটি নাইন'। সিএফসির কর্মীরা শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী এবং সিক্সটি নাইনের কর্মীরা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী।
আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে শাহ জালাল ও শাহ আমানত হলের সামনে সংঘর্ষে লিপ্ত হয় দুটি গ্রুপ। এসময় গ্রুপ দুটির নেতাকর্মীরা ইট পাটকেল ও পাথর নিক্ষেপ করে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল পোনে ৫টা থেকে পোনে ৬টা পর্যন্ত একই হলের সামনে চায়ের দোকানে কথা কাটাকাটিকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন নেতাকর্মী আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.নূরুল আজিম সিকদার বলেন, আমরা ঘটনাস্থলে আছি। পুলিশ ও আছে। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছি।
সময় জার্নাল/এলআর