ঢাবি প্রতিনিধি : রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা নাগাদ এ ঘটনা ঘটে।
এতে আহতেরা হলেন, রোবটিকস অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র মাহফুজুর রহমান আলিফ (২১), ফার্মেসি বিভাগের বায়োজিদ (১৯), নাসিফ (১৯), ইতিহাস বিভাগের আজিম মাহমুদ তৌহিদ(২০), সিফাতুল ইসলাম (২০), আজহা (১৯), মাহিন (১৮) ও জুনায়েদ (২০)।
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, আলিফ তার কয়েকজন বন্ধু নিয়ে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ঘুরতে যায়। সেখানে থাকা ভ্রাম্যমাণ একটি দোকানে খাবার অর্ডার করে। খাবার আসতে দেরি হওয়ায় তারা 'উনো' খেলতে শুরু করে। এমন সময় দোকানের এক কর্মচারী এসে উঠে যেতে বলায় বাকবিতন্ডায় জড়ায় তারা। শিক্ষার্থীদের অভিযোগ, সেখানে থাকা নারী শিক্ষার্থীকে নিয়ে কটুক্তি করায় কর্মচারীর উপর চড়াও হন তারা। এতে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। দোকানিরা রড, লাঠি ও হাতুড়ি নিয়ে শিক্ষার্থীদের আহত করেন। পরে ধানমন্ডি থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা আহতদের উদ্ধার করে শহীদ ড. মোর্তজা মেডিকেল সেন্টারে পোঁছে দিয়ে যায়।
সবচেয়ে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অমর একুশে হলের মাহফুজুর রহমান আলিফ। হাসপাতালে উপস্থিত হয়ে দেখা যায়, রডের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে। পিঠের কিছু অংশ ছিলে গিয়ে রক্ত ঝরছে। আঘাতে ফেটে গেছে মাথাও।
ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আটজনের মধ্যে আলিফের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। এ ছাড়া বাকি সাতজনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। তাদের সবাইকে জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি ধানমন্ডি থানা পুলিশ তদন্ত করছে।
এ বিষয়ে ঢাবি প্রক্টর মাকসুদুর রহমান বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। দুপক্ষের বক্তব্য শুনে আমরা আইনি পদক্ষেপ নেবো।
এসজে/আরইউ