স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের আগে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ২১ সেপ্টেম্বর মাঠে নেমেছিল দুই দল কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। আজ মিরপুরে দ্বিতীয় ম্যাচে টাইগারদের মুখোমুখি হবে কিউইরা। এ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক লকি ফার্গুসন।
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। গতকাল দলের সঙ্গে যোগ দেয়া হাসান মাহমুদ আজ খেলবেন তানজিম সাকিবের পরিবর্তে। এছাড়া আজ পেস বোলার হিসেবে আরও আছেন খালেদ আহমেদ।
নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে ওয়ানডে অভিষেক হবে খালেদের। এদিকে কিউইরা আজ মাঠে নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ
লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চাঁদ বোয়েস, উইল ইয়ং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোঞ্চি, কাইল জেমিসন, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।
এমআই