সাব্বির আহম্মেদ, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রথম আলোর জেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তি ও তাকে নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় শহরের জিরো পয়েন্ট এলাকায় জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে এই কর্মসুচি পালন করা হয়।
এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিনিক্স মিডিয়ার সাংবাদিক,সুশিল সমাজ সহ এলাকার গর্ণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক খ. ম আব্দুর রহমান রনি, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক. সিনিয়র সাংবাদিক মোস্তাকিম ফররোখ, নন্দ কিশোর আগরওয়ালা, আলমগীর চৌধুরী, আবদুল আলীম মন্ডল, মাসুদ রানা, সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সত্য উদ্ঘাটনে তৎপর একজন সিনিয়র সাংবাদিক কে যেভাবে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে তা বিশ্বে নজির। হামলা ও মামলা দিয়ে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবেনা। সাংবাদিক তাদের লিখনীর মাধমে সমাজের সকল দূর্ণীতি তুলে ধরবেই। এ সময় দ্রুত রোজিনা ইসলামকে নিঃশর্তে মুক্তি দেবারও দাবী জানায় তারা।
সময় জার্নাল/ইএইচ